Latest News

Champion Academy: Excellence in Education, Harmony in Diversity.

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা–২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা–২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা–২০২৫ উপলক্ষে চ্যাম্পিয়ন একাডেমির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রত্যাশী শিক্ষার্থীদের উৎসাহ ও মানসিক প্রস্তুতি জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি আসন্ন বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফলের আশায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

চ্যাম্পিয়ন একাডেমির শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও সঠিক প্রস্তুতির জন্য একাডেমি সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক কার্যক্রম ও নৈতিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।