Latest News

Champion Academy: Excellence in Education, Harmony in Diversity.

নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে ইসলামি শিক্ষা বিষয়ক কিতাব 'কায়দা' বিতরণ

চ্যাম্পিয়ন একাডেমিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে আজ ইসলামি শিক্ষা বিষয়ক কিতাব 'কায়দা' বিতরণ করা হয়। প্রতিটি শিক্ষার্থীকে এক কপি করে কায়দা প্রদান করা হয়, যাতে তারা শুরু থেকেই সঠিকভাবে কুরআন তিলাওয়াত শিখতে পারে। কায়দা হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে, তাদের মাঝে দেখা যায় উৎসাহ ও আনন্দের ছাপ।

শিক্ষার্থীদের মাঝে ইসলামি শিক্ষা ছড়িয়ে দিতে এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে চ্যাম্পিয়ন একাডেমি শুরু থেকেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। একাডেমির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাসামগ্রী সরবরাহ অব্যাহত থাকবে।