Latest News

Champion Academy: Excellence in Education, Harmony in Diversity.

চ্যাম্পিয়ন একাডেমির গৌরবময় অর্জন!

🌟 চ্যাম্পিয়ন একাডেমির গৌরবময় অর্জন! 🌟

বিজ্ঞানচিন্তার উদ্যোগে আয়োজিত বিজ্ঞান উৎসবের গ্র্যান্ড ফাইনালে Champion Academy এর শিক্ষার্থীরা তাদের অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছে! 💫

🔹 বিজ্ঞান বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতায়

🏆 প্রথম স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণির ছাত্র তানভীর হোসেন

🔹 রুবিক্স কিউব প্রতিযোগিতায়

🥈 দ্বিতীয় স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণির ছাত্র আহমেদ ভূঁইয়া

উল্লেখ্য, এই গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের সব বিভাগের আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিজ্ঞানের রথী-মহারথীরা।

👏 এই অসাধারণ সাফল্যের জন্য তানভীর ও আহমেদকে আন্তরিক অভিনন্দন।

তাদের এই অর্জন শুধু চ্যাম্পিয়ন একাডেমির নয়, পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা! 🇧🇩✨